spot_img

জিম্বাবুয়ের সকল ধরনের ক্রিকেট স্থগিত

অবশ্যই পরুন

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট,৩ টি-২০ ম্যাচের সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। 

আফগানিস্তানের সঙ্গে এই সিরিজটি খেলার কথা সংযুক্ত আরব আমিরাতে। এই সফরকে সামনে রেখে মঙ্গলবার জিম্বাবুয়ে শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ক্রিকেটারদের।

তবে এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু এবং ১৩৪২জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় দেশটি জরুরী অবস্থা জারী করেছে। ঘরের বাইরে বেরুনো যাবে না বলে সরকার দিয়েছে ঘোষনা।

যে সব স্কুল খুলতে শুরু করেছিল, তা পুনরায় বন্ধ করা হয়েছে। পরিস্থিতির মুখে দেশে লক ডাউন ঘোষনা করায় পূর্ব নির্ধারিত ঘরোয়া টি-২০ শুধু নয়, সকল ধরনের ক্রিকেট কর্মকান্ড স্থগিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এ তথ্য।

ঠিক যখন ক্রিকেটে ফেরার প্রক্রিয়ায় ছিল জিম্বাবুয়ে, তখন এতো বড় ধাক্কা এলো ক্রিকেটে।  

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযান চালিয়েছে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ