spot_img

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে সাংবাদিক নিহত

অবশ্যই পরুন

আফগানিস্তানের ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে বিসমিল্লাহ আইমাক নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে পাঁচজন সাংবাদিক নিহত হলেন।

শুক্রবার (১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বিসমিল্লাহ আইমাক স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। কয়েক মাস আগেও তার উপর একবার হামলা হয়েছিল।

এর আগে নভেম্বরে এনিকাস টিভি ও রেডিওর সাংবাদিক মালালা মাইওয়ান্ড নামে এক নারী সাংবাদিককে হত্যা করা হয়। কয়েকদিন পর রহমত উল্লাহ নেকজাদ নামে এক সাংবাদিক নিজ বাড়ির কাছে গুলিতে মারা যান। তিনি গজনী সাংবাদিক ইউনিয়নের প্রধান ছিলেন। একই মাসে দেশটির সাবেক টিভি উপস্থাপক ইয়ামা সিওয়াশের গাড়িতে বোমা স্থাপন করে হত্যা করা হয়। রেডিও লিবার্টির প্রতিবেদক এলিয়াস দায়ীকেও একইভাবে গাড়ি বোমায় হত্যা করা হয়।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ