spot_img

জার্মানির সঙ্গে যৌথ ভ্যাকসিন তৈরি করতে চায় তুরস্ক

অবশ্যই পরুন

জার্মানির সঙ্গে যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, জার্মানির সঙ্গে তুরস্কের যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি ) ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ ভ্যাকসিন উৎপাদন নিয়ে জার্মানির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এরদোগান বলেন, সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অব তুর্কি (টিইউবিআইটিএকে) এ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

গত সপ্তাহে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক ও জার্মানী কোম্পানি বায়োএনটেকের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে। তাতে ২০২১ সালের প্রথমেই ফাইজার-বায়োএনটেকের ৫ লাখ ৫০ হাজার টিকা পাঠানোর কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ