spot_img

৪৫ বছরের আগে অবসর নেবেন না গেইল

অবশ্যই পরুন

টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ‘দ্য ইউনিভার্স বস’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এ ব্যাটসম্যান। বয়স ৪১ হয়ে গেছে, কিন্তু খেলায় কোনো বিরাম নেই ক্রিস গেইলের। এই ক্যারিবীয় ব্যাটিং দানবকে নিয়ে অনেকেই সন্দেহ করে আসছেন যে, এই হয়তো তার ক্যারিয়ার শেষ হয়ে গেল। কিংবা গেইল আর আগের মতো ঝড় তুলতে পারবেন না। কিন্তু সব আশংকাকে তুড়ি মেরে উড়িয়ে ক্রিস গেইল মাঠে রাজত্ব করে যাচ্ছেন। এবং এটাও জানিয়েছেন, এখনই তার অবসরের কোনো পরিকল্পনা নেই।

ক্রিস গেইল সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি) টুর্নামেন্টে খেলেছেন। প্রথমবারের মতো আয়োজিত ওই টুর্নামেন্টে আরও খেলেছেন কেভিন পিটারসন, আন্দ্রে রাসেল, রশিদ খান, যুবরাজ সিং ও এউইন মরগান। নতুন এই ক্রিকেটে প্রতি দলে মাত্র একজন ক্রিকেটার খেলেন। খেলা হয় ১৫ বলের। গেইল অবশ্য ফাইনালে উঠতে পারেননি। আজ ফাইনালে আন্দ্রে রাসেলের মুখোমুখি রশিদ খান। তবে ক্রিকেটের ফরম্যাটটা নাকি তার বেশ ভালোই লেগেছে।

দ্য ইউনিভার্স বস বলেছেন, ‘এখন পর্যন্ত অবসরের কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি, আরও পাঁচ বছর খেলতে পারব। সুতরাং ৪৫–এর আগে কোনো সম্ভাবনা নেই এবং আরও দুটি বিশ্বকাপ খেলাও বাকি। আমার ধারণা, নতুন এবং রোমাঞ্চকর একটা ধারণা যুক্ত হলো ক্রিকেটে। আপনি আগে থেকে বলতে পারেন না; তবে আমার ধারণা, অনেক দিক থেকেই এটা দারুণ কিছু আনছে এবং সহজেই এর সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবেন।’

সর্বশেষ সংবাদ

ইসি গঠনে সার্চ কমিটিকে ছয়জনের নাম দিলো গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ