মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত হতেই যে অনেক গুলো নতুন আলোচনার জন্ম হয় তার মধ্যে একটি ছিল ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ। যদিও প্রেসিডেন্টের কাছের সূত্র থেকে জানা গেছে, এখনই রাজনৈতিক ক্যারিয়ার ইতি টানার কোনো ইচ্ছাই ট্রাম্পের নেই। তার এখন চোখ চার বছর পর আগামী প্রেসিডেন্ট নির্বাচন। আবার হোয়াইট হাউজের মসনদ পুনরদ্ধার করতে চান তিনি।
কিন্তু সম্প্রতি ইভাঙ্কার একটি টুইট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, টুইটের মাধ্যমে হোয়াইট হাউজে রাজত্ব করতে চাওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প কন্যা। সোমবার আইওয়া গভর্নর কিম রেনল্ডসের একটি পোস্ট শেয়ার করেন ইভাঙ্কা। যদিও ইভাঙ্কা নিজের শেয়ার করা পোস্টে আইওয়ার প্রতি তার ভালোবাসার কথাই জানিয়েছেন কিন্তু মূল পোস্টের সূত্র ধরে এর ভিন্ন অর্থ বের করার চেষ্টা করছেন নেটিজেনরা।
আইওয়া গভর্নর তার পোস্টে বলেন, ১৮৪৬ সালের আজকের এই দিনে প্রেসিডেন্ট জেমস কে পল্ক যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট হিসেবে আইওয়ার নাম ঘোষণা করেন। যারা আইওয়াকে গর্বের সাথে নিজের ঘর মনে করেন তাদের এবং মহান আইওয়া রাজ্যকে রাজ্য দিবসের শুভেচ্ছা জানাই।
আর এই পোস্ট ঘিরেই নতুন আলোচনার জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট আইওয়া থেকে শুরু হয় এবং জয়ের প্রত্যাশায় নির্বাচনি প্রচারণার জন্য এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। তাই ইভাঙ্কার আইওয়ার প্রতি ভালোবাসা প্রদর্শনকে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।
এদিকে ইভাঙ্কার পিতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতা পুনরদ্ধারের স্বপ্ন দেখছেন। অতীত ইতিহাস থেকেও অনুপ্রেরণা নিতে পারেন ট্রাম্প। এর আগে ক্ষমতায় থাকাবস্থায় ১৮৮৮ সালের নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ১৮৯২ সালে আবার হোয়াইট হাউজে ফিরে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।
আগামী ২০ জানুয়ারি নির্বাচিত জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে, ক্ষমতা হস্তান্তরের দিনই আগামী নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেবেন ট্রাম্প। আর যদি নিজের পক্ষে ঘোষণা নাও দেন তবে নিজ পুত্র বা কন্যা কোনো একজনের নাম ঘোষণা করতে পারেন তিনি। আর এর আগে ইভাঙ্কা টুইটের মাধ্যমে বার্তা দিলেন, হোয়াইট হাউজে রাজত্ব করার লড়াইয়ে নামতে প্রস্তুত তিনি।