মহামারীর কঠিন সময় পেছনে ফেলে নতুন বছরে সবাইকে একসঙ্গে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি আশা করছেন, এই সময়ে পৃথিবীবাসী একটা পরিবর্তন আনতে পারবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা শুভেচ্ছাবার্তায় পর্তুগিজ তারকা লিখেছেন, ‘২০২০ সাল যে সহজ ছিল না, তাতে কোনো সন্দেহ নেই। কভিড-১৯ পৃথিবীজুড়ে যে ব্যথা-বেদনা বয়ে এনেছে তা থেকে কেউই রেহাই পেতে পারেনি।’
‘কিন্তু এখন ঘুরে দাঁড়ানোর সময়। একসঙ্গে আমরা যে একটা পরিবর্তন আনতে পারি, সেটা দেখানোর সময়।’
রোনালদোর মতো অনেক ক্রীড়া তারকাই শুভেচ্ছা জানিয়েছেন। পাঁচ গ্র্যান্ডস্লামজয়ী সাবেক টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের টুইট, ‘নতুন বছরের শুভেচ্ছা! ২০২১ সালে সবার সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম একটি ভিডিও টুইট করেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, ‘ শুভ সকাল। আশা করি নতুন এই বছর গত বছরের চেয়ে ভালো হবে। পৃথিবীর আনাচকানাচে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার পরিবারকেও নতুন বছরের শুভেচ্ছা।’
ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের টুইট, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছর সবার সুস্বাস্থ্য, সৌভাগ্য ও সফলতা নিয়ে আসবে।’