spot_img

করোনামুক্তির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব

অবশ্যই পরুন

করোনা মহামারির ভয়াবহতাকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যেই বিশ্বে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে বিশ্বজুড়েই করোনা সতর্কতা মেনে চলছে উৎসব। সংক্রমণের ভয়াবহতা বেশি এমন অনেক দেশেই বাতিল করা হয়েছে বর্ষবরণের নানা আয়োজন।

প্রথম দেশ হিসেবে ইংরেজি নতুন বছর- ২০২১ কে বরণ করলো নিউজিল্যান্ড। করোনা সংক্রমণ রোধে বাড়তি সতর্কতায় পালিত হয় বর্ষবরণ উৎসব। মাত্র ৫ মিনিটের আতশবাজির আয়োজন হয় অকল্যান্ড হারবার ব্রিজে। বিভিন্ন পর্যটন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা।

নিউজিল্যান্ডের পরপরই ২০২১ কে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। প্রতিবছরের মতো এ বছরও সিডনিতে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন করে দেশটির। তবে প্রতিবারের মতো এই দৃষ্টিনন্দন আতশবাজি উপভোগ করতে ছিল না হাজারো মানুষের ভিড়। করোনায় সরকারের নানা নিষেধাজ্ঞার কারণে অনেকটাই ফাঁকা ছিল সিডনি হারবার এলাকায়।

এদিকে সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে নেয়া হয়েছে কড়াকড়ি। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব ও কেরালায় জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বড় জমায়াতে।

বর্ষবরণের আয়োজন থেকে বঞ্চিত দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। নতুন বছরকে স্বাগত জানানোর বদলে নতুন করে কড়াকড়ি আরোপে গৃহবন্দি যুক্তরাজ্যের ২ কোটি মানুষ। জনসমাগম বাতিলের পাশাপাশি আতশবাজি বেচাকেনা নিষিদ্ধ করেছে জার্মানি। করোনার কারণে বড়দিনের আনন্দ বিসর্জন দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

অ্যামস্টারডামের রুদ্ধ ফুটবল স্টেডিয়াম থেকেই এবছর হচ্ছে বর্ষবরণের কাউন্টডাউন। বর্ষবরণকে কেন্দ্র করে ১ লাখ পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স সরকার। জনসমাগম রোধে থাকছে রাত্রিকালীন কারফিউ।

সংক্রমণ বাড়লেও বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ইতালির মানুষ। বড় কোন উৎসব না হলেও বাড়িতে উৎসব আয়োজনে নিষেধাজ্ঞা দেয়নি সরকার। তাই শেষ মুহুর্তের বেচাকেনায় ব্যস্ত ইতালির মানুষ।

সংক্রমণ এড়াতে ভার্চুয়াল উৎসবের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। করোনামুক্তির আশায়, নতুন বছর বরণে প্রস্তুত নিউইয়র্কের টাইমস স্কয়ার।

আয়োজকরা ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন, টাইমস স্কয়ারে ক্রিস্টাল বল ও কাউন্টডাউন পর্ব চলবে। তকে তা উপভোগ করতে হবে ঘরে থেকে। করোনাভাইরাসের বিস্তার রোধে সবার স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি ২০২১ সালকে স্বাগত জানানো হবে। এর মাধ্যমে ১১৪ বছরের ইতিহাসে অনুষ্ঠানটির আদল বদলে যাবে।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ