ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলে আছেন শ্রীলঙ্কার হয়ে ২০১৬ টি-২০ বিশ্বকাপ খেলা শেহান জয়াসুরিয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৩০ জানুয়ারি) ইউএসএ ক্রিকেটের ঘোষিত দলে যুক্তরাষ্ট্রের নির্বাচকেরা দলে রেখেছেন এখনো যুক্তরাষ্ট্রের হয়ে কোনো টি-২০ না খেলা পাকিস্তান বংশোদ্ভূত মোহাম্মদ মহসিন আর ভারতীয় বংশোদ্ভূত শুবহাম রানজানেকে। বাদ পড়েছেন ফিক্সিংয়ে অভিযুক্ত অ্যারন জোনস। ২০২৪ সালের স্কোয়াড থেকে জায়গায় পেয়েছেন ১০ জন।
যদিও বিশ্বকাপে তেমন জ্বলে উঠতে পারেনি শেহান, সেবার দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। সুপার টেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১ রান করেছিলেন আর ১ ওভার বল করে ৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ম্যাচটি শ্রীলঙ্কা হেরেছিল ৮ উইকেটে। অন্য ম্যাচে আফগানিস্তানে সাথে দল জিতলেও ব্যাটিং-বোলিং কিছুই করেননি এই অফ স্পিন অলরাউন্ডার। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এখনও যুক্তরাষ্ট্রের হয়ে কোনো ম্যাচ খেলেননি।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার খেলেই চমক দেখিয়ে সুপার এইটে উঠেছিল সেবারের স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও আগের স্কোয়াডের বড় অংশ ধরে রেখেছে ইউএসএ ক্রিকেট।

