spot_img

কারানের হ্যাটট্রিক ও রশিদের জাদুতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

অবশ্যই পরুন

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে (ডিএলএস) স্বাগতিক শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে ইংল্যান্ড।

শুক্রবার (৩০ জানুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে এদিন ১৩৩ রানেই অলআউট হয় হয় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে যাওয়া ম্যাচে তারা খেলতে পেরেছে ১৬.২ ওভার। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন স্যাম কারান। তিন উইকেট নেনে আদিল রশিদও।

রান তাড়ায় ১৫ ওভারে ইংল্যান্ড ৪ উইকেটে ১২৫ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। খেলা বন্ধ হওয়ার সময় জয়ের জন্য ১৫ ওভারে ১১৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। ফলে ৬ উইকেটে হাতে রেখে ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি ১১ রানে জেতে হ্যারি ব্রুকের দল। ফিল সল্টের ব্যাট থেকে আসে ম্যাচের সর্বোচ্চ ৪৬ রান। এছাড়া টম ব্যান্টন ১৫ বলে করেন ২৯ রান। ম্যাচসেরা হন আদিল রশিদ।

রোববার সন্ধ্যায় একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

সর্বশেষ সংবাদ

চমক রেখে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলে আছেন শ্রীলঙ্কার হয়ে ২০১৬ টি-২০ বিশ্বকাপ খেলা শেহান জয়াসুরিয়া।...

এই বিভাগের অন্যান্য সংবাদ