রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। কমছে, বেশিরভাগ সবজির দর। তবে ক্রেতাদের দাবি- মৌসুমি সবজির দর এখনও কিছুটা চড়া। বরাবরের মতো দোকানীদের অজুহাত মাঠ পর্যায় থেকে যোগান কমের। অপরদিকে, মাছের বাজারে দেখা গেছে ইলিশের প্রাচুর্যতা। তবে চাহিদা ও দামে রীতিমতো ঊর্ধমুখি চাষের মাছ।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজারজুড়ে মৌসুমি সবজির কমতি নেই; তবুও আশানুরূপ কমেনি দামের উত্তাপ। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে। যদিও ক্রেতাদের দাবি এখনও বাড়তি দরেই বিক্রি হচ্ছে।
চলতি মাসের শুরুতে প্রতি কেজি বেগুনের দর ছিলো ৪০/৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে দ্বিগুন দামে। শসা, টমেটো কিনতে গুনতে হচেছ কেজিতে ১০০ টাকা । ৫০ টাকায় মিলছে মাঝারি মানের ফুল কপি। লাউ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে ৮০ টাকা। তবে লেবু ও কাঁচামরিচের দর কিছুটা উর্ধ্বমুখী।
অপরদিকে, আরও এক দফা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। দেড়শ টাকা দরে মিলছে আদা-রসুন।
এদিকে মাছ বাজারে ইলিশের দাপট।। তবে তা নদীর নয়, সমুদ্রের। দামও কমেছে কেজিতে প্রায় ৩শ টাকা। তবুও ক্রেতা মিলছে না। ব্যবসায়ীদের দাবি, মাসের শেষে, সবার কামাইতে টান পড়েছে। তাই দেশি মাছের চাহিদা নেই। চাপ পড়ছে চাষের জাতে। আর তাতেই এসব মাছের দর বেড়েছে কেজিতে অন্তত ৫০ টাকা।

