প্রত্যাবর্তনের গল্প লিখে উয়েফা ইউরোপা লিগে দুর্দান্ত এক জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সালজবার্গকে ৩-২ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।
বার্মিংহ্যামের ভিলা পার্কে শুরুতে অবশ্য ম্যাচের চিত্রপট ছিল ভিন্ন। ধারাবাহিক আক্রমণে স্বাগতিকদের চাপে রাখে সফরকারীরা। ম্যাচের ৩৩ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে বসে অ্যাস্টন ভিলা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সালজবার্গ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে খেলার ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসা ইয়োও। এরপরেই যেন ঘুরে দাঁড়ায় অ্যাস্টন ভিলা।
ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল শোধ করেন মরগ্যান রজার্স। এরপর ৭৬ মিনিটে মিংসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর খেলার শেষ মুহূর্তে জালে বল পাঠিয়ে দ্য ভিলেন্সের জয় নিশ্চিত করেন জিমোহ আলোবা।

