‘চীনের সঙ্গে আরও পরিশীলিত সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০১৮ সালের পর যুক্তরাজ্যের কোনও প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছে এখন।
কিয়ার স্টারমারের এই সফর তখনই হচ্ছে, যখন কি না ঘনিষ্ট্র মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত বৈদেশিক নীতি ও ট্যারিফের হুমকির কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কিয়ার স্টারমার বলেন, চীন বিশ্ব মঞ্চে বেশ গুরুত্ব রাখে এবং আমাদের আরও পরিশীলিত সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমাদের আন্তর্জাতিক অংশীদারিত্ব নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করবে। এজন্য আমি দীর্ঘদিন ধরে স্পষ্ট করে বলে আসছি যে যুক্তরাজ্য ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল এবং ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব দরকার।
অন্যদিকে, শি জিনপিং বলেছেন, চীন স্থিতিশীল ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ইচ্ছুক; যার মাধ্যমে দুই পক্ষের সম্পর্কে নতুন গতি সৃষ্টি করবে।
এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কিয়ার স্টারমার এই বৈঠককে ‘অনেক ভালো ও গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেন এবং এটির বাস্তব ফলাফল পাওয়ার কথা জানান।
দুই পক্ষের আলোচনায় ট্যারিফ কমানো, ভিসা-মুক্ত ভ্রমণ এবং অভিবাসন নিরাপত্তা সহযোগিতার বিষয় ওঠে আসে।

