spot_img

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার তালিকায় পরতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নিষেধাজ্ঞার আওতায় আছে সেইসব ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান, যারা ইরানে সহিংস পন্থায় বিক্ষোভ দমন এবং রাশিয়ার প্রতি দেশটির সমর্থনে জড়িত। খবর, রয়টার্সের।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ইইউ কূটনীতিকদের বরাতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, ইইউ মন্ত্রীরা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছাবেন বলেও ধারণা করা হচ্ছে। আইআরজিসিকে ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে, এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রতীকী পরিবর্তন আনা হবে।

এদিকে, ফ্রান্সের নেতৃত্বে কিছু ইইউভুক্ত দেশ আই আর জি সি কে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে দীর্ঘদিন অনিচ্ছা প্রকাশ করেছে। তবে প্যারিস জানিয়েছে তারা এই পদক্ষেপকে সমর্থন করবে, যা এই নিষেধাজ্ঞা অনুমোদনের পথকে আরও সহজ করে তুলবে। এটি কার্যকরের জন্য ইইউর ২৭ সদস্যের সর্বসম্মতি প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে লিড নিল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ১৬৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ