spot_img

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

অবশ্যই পরুন

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’-এর সাম্প্রতিক এক পর্যালোচনায় আইসিসি স্বীকৃত বিশ্বের শীর্ষ ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে দশম বা সর্বনিম্ন অবস্থানে জায়গা পেয়েছে বিপিএল। মূলত অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই লিগটি আন্তর্জাতিক মানে পিছিয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার পরপরই এই চাঞ্চল্যকর র‍্যাঙ্কিং প্রকাশ করল ম্যাগাজিনটি। বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান—এই চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে। উদ্বেগের বিষয় হলো, চারটি ক্যাটাগরির মধ্যে তিনটিতেই বিপিএল দশম স্থানে রয়েছে। কেবল গ্রহণযোগ্যতার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে পেছনে ফেলে নবম স্থানে নাম লেখাতে পেরেছে দেশের এই বড় ক্রিকেট আসর।

দ্য ক্রিকেটারের বিশ্লেষণে বলা হয়েছে, ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে বিপিএলের আকাশচুম্বী সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, খেলোয়াড় দলবদলের উচ্চ হার এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সময়সূচীকে এর প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিপিএল ও লঙ্কান প্রিমিয়ার লিগকে (এলপিএল) তালিকার তলানিতে নামিয়ে দিয়েছে।

সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে প্রত্যাশিতভাবেই শীর্ষস্থান দখল করেছে ভারতের আইপিএল। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএল সেরা হলেও বিনোদনের বিচারে এসএ টি-টোয়েন্টিকে এগিয়ে রেখেছে ম্যাগাজিনটি।

তালিকার অন্যান্য অবস্থানের মধ্যে তিনে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, চারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এবং পাঁচে রয়েছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। পরবর্তী অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে পাকিস্তানের পিএসএল (৬ষ্ঠ), যুক্তরাষ্ট্রের এমএলসি (৭ম), আমিরাতের আইএল টি-টোয়েন্টি (৮ম), শ্রীলঙ্কার এলপিএল (৯ম) এবং বাংলাদেশের বিপিএল (১০ম)।

সর্বশেষ সংবাদ

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিমানটি বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের...

এই বিভাগের অন্যান্য সংবাদ