spot_img

বিশ্বের প্রথম ‘স্বর্ণে মোড়ানো সড়ক’ হচ্ছে দুবাইয়ে

অবশ্যই পরুন

বিলাসবহুল স্থাপত্য আর উদ্ভাবনী চমকের শহর দুবাই এবার বিশ্বকে তাক লাগিয়ে দিতে যাচ্ছে ‘সোনায় মোড়ানো সড়ক’ দিয়ে। দুবাইয়ের নবনির্মিত ‘গোল্ড ডিস্ট্রিক্ট’-এ গড়ে তোলা হবে এই বিশেষ রাস্তা, যার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড স্ট্রিট’। মঙ্গলবার দুবাই মিডিয়া অফিস এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

দুবাইয়ের আবাসন কোম্পানি ‘ইথরা’ এই গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে। একে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নতুন ‘হোম অব গোল্ড’। এখানে সোনা ও গয়না ব্যবসার সব সুবিধা এক ছাতার নিচে পাওয়া যাবে। খুচরা ও পাইকারি বিক্রির পাশাপাশি এখানে থাকছে বিশ্বের বড় বড় সব জুয়েলারি ব্র্যান্ডের শোরুম।

ক্রেতাদের জন্য থাকছে ১ হাজারেরও বেশি খুচরা দোকান। প্রখ্যাত ব্র্যান্ড ‘জয়-আলুক্কাস’ এখানে ২৪ হাজার বর্গফুটের মধ্যপ্রাচ্যের বৃহত্তম শোরুম স্থাপনের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে মালবার গোল্ড, তানিশক এবং আল-রোমাইজানের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলো এখানে তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের বাজার হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত এই প্রকল্পের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। সুইজারল্যান্ড, ভারত ও যুক্তরাজ্যের মতো দেশগুলো আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদার।

সড়কটি নির্মাণে ঠিক কতটা স্বর্ণ ব্যবহার করা হবে বা এর প্রযুক্তিগত দিকগুলো কী হবে, তা ধাপে ধাপে জানাবে দুবাই কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ