spot_img

ইরানের বিরুদ্ধে আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং যুদ্ধংদেহী পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে।

ফোনালাপে সৌদি যুবরাজ জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের সংলাপ ও শান্তিপূর্ণ প্রচেষ্টায় সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক আইনের আওতায় যেকোনো যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে স্বাগত জানানোর কথা পুনর্ব্যক্ত করেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কর্মকাণ্ডে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এসব আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর বা ‘আর্মাডা’ মোতায়েন ঘিরে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে পর্যবেক্ষণে রাখতে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনসহ একটি বড় ফোর্স সেদিকে পাঠানো হচ্ছে। রয়টার্সের তথ্যমতে, সোমবারই মার্কিন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানে প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো একে ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় দমন-পীড়ন বললেও তেহরানের দাবি, বিদেশের মদদপুষ্ট ‘সন্ত্রাসী’ গোষ্ঠী এই অস্থিরতার জন্য দায়ী।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ