জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেছেন, বিভিন্ন জায়গার ডিসি-এসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। একটি সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ব্যাপারে সরকার ওয়াদাবদ্ধ। কিন্তু সেখানে আমরা ব্যাপক দুর্বলতা দেখছি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করলেও নির্বাচন কমিশন ও সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছে, কোনো কর্ণপাত করছে না। হয় সরকার ও নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের কোনো সক্ষমতা নেই অথবা তারা ইচ্ছাকৃতভাবেই একদিকে হেলে পড়েছে। যেটা গোটা নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে এবং একটা জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সময় থাকতে সজাগ ও সঠিক ভূমিকা পালনের জন্য সবাইকে আহ্বান অনুরোধ জানান তিনি।
বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার কাজের সময় জামায়াতের মহিলা নেতাকর্মীদের ওপর হামলা ও হেনস্থার অভিযোগ তুলে ডা. তাহের বলেন, নারীদের ওপর অত্যাচার এবং তাদের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে, জামায়াতের নারী সংগঠনের উদ্যোগে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০ টায় এটা শুরু হবে।
তিনি বলেন, বাধ্য হয়ে নারী কর্মীরা প্রথমবারের মত এ ধরণের প্রকাশ্য সমাবেশে আসছেন। এতেও সমস্যার সমাধান না হলে মহিলাদের পক্ষ থেকেও ব্যাপক কর্মসূচি থাকবে এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে বড় ধরণের কর্মসূচি দিতে বাধ্য হবো। আমাদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা থাকবে-তারা যেন ধৈর্য্যসহকারে দৃঢ়তার সঙ্গে মাঠে কাজ অব্যাহত রাখে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

