রাজধানীর চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যা মামলার রায়ে ৮ আসামির মধ্যে ৫ জনকে কম সাজা দেয়ায় অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর স্বারকলিপি দেন তারা।
সাজার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেতে প্রসিকিউশনের প্রতি আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা।
সোমবার (২৬ জানুয়ারি) চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুলকে দেয়া হয় মৃত্যুদণ্ড৷
এছাড়া, রমনার সহকারী কমিশনার ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুলকে দেয়া হয় ৩ বছরের কারাদণ্ড।

