spot_img

চট্টগ্রামের ঐতিহাসিক ওয়ার সিমেট্রি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের ঐতিহাসিক কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। এদিন সকাল ৮টায় নগরীর বাদশা মিয়া সড়ক সংলগ্ন সমাধিতে পৌঁছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রদূতের এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তারা উভয়ই এই যুদ্ধ সমাধির ঐতিহাসিক গুরুত্ব, রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং এর শান্তিময় পরিবেশ নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন মার্কিন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান উন্নয়ন প্রকল্প, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান। মেয়র বলেন, “একটি টেকসই ও আধুনিক নগরী গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত জরুরি।”

প্রসঙ্গত, কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত এই সমাধিটি মূলত ১৯৩৯-১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে নির্মিত। ব্রিটিশ রেড ক্রস কর্মকর্তা স্যার ফেবিয়ান ওয়্যারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কমিশন বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ সেনার তথ্য ও সমাধি সংরক্ষণ করছে। বাংলাদেশে কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের দামপাড়া এবং নেত্রকোনার মোহনগঞ্জে এ ধরনের তিনটি সমাধি রয়েছে।

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ