প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি করা বাংলাদেশের শীর্ষ অগ্রাধিকার।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে আয়োজিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের চিত্র তুলে ধরে তিনি এ কথা বলেন।
সম্মেলনে আসিফ নজরুল জানান, সৌদি ‘তাকামুল’ এর সাথে দক্ষতা যাচাই কর্মসূচির আওতায় বাংলাদেশ এখন প্রতি মাসে ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় আন্তর্জাতিক মানের দক্ষতার সার্টিফিকেট প্রদান করছে। এটি সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে।
শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশের পদক্ষেপসমূহ তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুমোদন করেছে বাংলাদেশ।
সম্প্রতি জারি করা এই অধ্যাদেশের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, মজুরি বৈষম্য দূর এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করবে।
রিয়াদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন। আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করেন যে, এসব পদক্ষেপের ফলে বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা ও শ্রমবাজারের সার্বিক চিত্র বদলে যাবে।

