২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, যা দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বৈশ্বিক শিরোপা জয়। এরপরের দুই আসরে শিরোপার রেসে না থাকলেও এবারের আসরে আজিজুল হাকিম তামিমদের নিয়ে আশা ছিল বেশ। তবে ইংল্যান্ডের কাছে হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল।
সোমবার (২৬ জানুয়ারি) বুলাওয়েতে সুপার সিক্স পর্বের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.১ ওভারে মাত্র ১৩৬ রানেই থামে টাইগার যুবারা। ছোট রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১৫৫ বল বাকি থাকতেই জিতেছে ইংলিশ যুবারা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাওয়াদ আরবার। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম।
কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়েছে অল্প রানেই। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ ২৫ ও আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে ২০ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন জোসেফ মুরস। আরেক ওপেনার বেন ডাওকিনস করেন ২৭ রান। আর আউট হওয়ার আগে ৩৪ রান করেন বেন মেয়ার্স। এদিকে আপনতালে খেলতে থাকা থমাস রে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। কালেব ফালকোনারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ৫৯ রানে থমাস ও ৯ রানে কালেব অপরাজিত থাকেন।

