spot_img

সমরাস্ত্র তৈরি করে দেশের বাইরে রপ্তানির উদ্যোগ সরকারের: বিডা চেয়ারম্যান

অবশ্যই পরুন

বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন এবং সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন এবং মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে। এ সিদ্ধান্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের ৪র্থ সভায় গৃহীত হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, মিরসরাইয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে শুরুতে ইন্ডিয়ান ইকোনমিক জোন করার পরিকল্পনা ছিল, তবে তা বাদ দেওয়া হয়েছে। এছাড়া, কোন দেশের সঙ্গে চুক্তি হবে তা সরকার একটি নির্দিষ্ট পর্যায়ে ঘোষণা করবে।

তিনি বলেন, আমরা মনে করে এই মুহূর্তে বিশ্বে সামরিক অস্ত্রের চাহিদা রয়েছে। এই ইন্ডাস্ট্রি উন্নতি করছে। বাংলাদেশ এখানে অংশগ্রহণ করতেই পারে। আমরা দেখেছি বৈশ্বিক যে অবস্থা তাতে সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন বেজা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ