দক্ষিণী তারকা থালাপতি বিজয়। তার অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’–এর মুক্তি স্থগিত করা হয়েছে আগেই। ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় ছবির মুক্তি স্থগিত করে প্রযোজনা প্রতিষ্ঠান।
এবার বিজয় জানিয়েছেন, কোনো চাপের কাছেই তিনি মাথা নত করবেন না। তামিল অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সভাপতি বিজয় রোববার তামিলনাড়ুর মহাবালিপুরমে রাজ্য ও জেলা স্তরের নির্বাহী ক্যাডারদের নিয়ে এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে কারুরে ঘটে যাওয়া পদদলনের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পরও সভাটি ছিল বেশ প্রাণবন্ত।
এদিকে বিজয়ের অভিনীত শেষ ছবি ‘জন নায়াগান’ মুক্তি নিয়ে তৈরি হওয়া সেন্সর জটের মামলায় ২৭ জানুয়ারি হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে। এই রায় বিজয়ের সক্রিয় রাজনীতিতে যাত্রা এবং আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজয়ের শেষ চলচ্চিত্র জন নায়াগান এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পায়নি। নিয়ন্ত্রক সংস্থার এই বিলম্ব বিজয়ের ক্রমবর্ধমান রাজনৈতিক সক্রিয়তার সময়েই ঘটেছে। ফলে আইনি প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিষয়টি জনমত ও গণমাধ্যমে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ পদদলনের ঘটনায় সিবিআই ইতিমধ্যে তাঁকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে। ওই ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয় এবং প্রায় ১০০ জন আহত হন। এত সব চাপ ও তদন্তের মধ্যেও রোববারের সভায় বিজয়কে দৃঢ় ও আত্মবিশ্বাসী হিসেবেই দেখা গেছে।

