spot_img

ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে ন্যাটো সেনা নিয়ে মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন, আফগান যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী সামনে ছিল। আর ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোর সৈন্যরা ছিল দূরে।

এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে নিহত হওয়া ৪৫৭ জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমি তাদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।’

যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘ভয়ঙ্কর’ দাবি করে তিনি বলেন, ‘এই মন্তব্যে হতাহত সৈন্যদের পরিজনসহ দেশকে আঘাত করেছে।’

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও কিয়ার স্টারমার তার দফতর থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছিলেন।

২০১১ সালে ৯/১১ এর পর ন্যাটো যৌথ বাহিনী আফগানিস্তানে হামলা করেছিল। ২০২১ পর্যন্ত আফগানিস্তানই ছিল তাদের ‘ঠিকানা’। ২০১০-২১ সাল পর্যন্ত আফগানিস্তানে ছিলেন ন্যাটোর প্রায় এক লাখ ৩০ হাজারেরও বেশি সৈন্য। নিহত হয়েছিলেন অন্তত ৩ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ন্যাটো বাহিনীর মার্কিন ও ইংল্যান্ডের নিহত সৈন্যদের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৪৬১ ও ৪৫৭ জন।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ