spot_img

সুশাসন ও কর্মসংস্থানের জন্য ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

অবশ্যই পরুন

সুশাসন ও কর্মসংস্থান পেতে দেশের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে ভাসানটেক বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে। চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে বিআরবি মাঠে সভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীরা উপস্থিত হন ময়দানে। কর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

১৫ বছরের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এলাকার সমস্যা যদি সমাধান করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

তিনি বলেন, শুধু জাতীয় নির্বাচনে নয়, একইসঙ্গে পৌরসভা-উপজেলা-ইউনিয়ন পরিষদ, সব জায়গায় জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। অর্থাৎ, সব জায়গায় জবাবদিহি থাকতে হবে। আর যারা জনপ্রতিনিধি হবেন, তাদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কী। এ সময় জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেকের মৌলিক সমস্যার কথাও শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তারেক রহমান এলকার মানুষের সমস্যার কথা শোনেন এবং পুনর্বাসনসহ ওই এলাকার সমস্যার সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, ১৬ বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। এ দেশকে পুনর্গঠন করতে হলে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া, পেশাভিত্তিক কর্মপরিকল্পনা সাজানোসহ দেশের সকল সমস্যা সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন।

দেশের মানুষ যতবার ধানের শীষে ভোট দিয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমান।

এ সময় ভ্যানচারকসহ স্থানীয় কয়েকজনকে মঞ্জে ডেকে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন তিনি।

সর্বশেষ সংবাদ

বক্স অফিস মাতানো সিনেমা কবে আসছে ওটিটি-তে ‘ধুরন্ধর’

থিয়েটারে ঝড় তোলার পর এবার ডিজিটাল পর্দায় আসছে আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’। সিক্যুয়েল ‘ধুরন্ধর টু’ মুক্তির অপেক্ষার...

এই বিভাগের অন্যান্য সংবাদ