spot_img

মাদুরোকে উৎখাতের ষড়যন্ত্রে সামনে এলো নতুন নাম

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দুর্ভেদ্য প্রাসাদ থেকে মার্কিন বাহিনীর হাতে তুলে দেওয়ার নেপথ্যে ছিল এক গভীর এবং নাটকীয় ষড়যন্ত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— মাদুরোর অতিঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডেলসি রদ্রিগেজ এবং তার ভাই হোর্হে রদ্রিগেজ মার্কিন প্রশাসনের সঙ্গে গোপন সমঝোতায় লিপ্ত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর পতনের বেশ কয়েক মাস আগে থেকেই ওয়াশিংটন ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন ডেলসি রদ্রিগেজ। উচ্চপর্যায়ের চারটি সূত্রের দাবি, ডেলসি ও তার ভাই যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছিলেন যে, মাদুরো অপসারিত হলে তারা নতুন পরিস্থিতির সঙ্গে কাজ করতে এবং ওয়াশিংটনকে সহযোগিতা করতে প্রস্তুত।

গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর এক ফোনালাপে ট্রাম্প তাকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালে মাদুরো তা প্রত্যাখ্যান করেন। ঠিক সেই সময় থেকেই ডেলসির সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগ নিবিড় হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমে অনাগ্রহী থাকলেও পরে বুঝতে পারেন, মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলায় স্থিতিশীলতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজই হতে পারেন মূল চাবিকাঠি।

এই গোপন আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করেছে কাতার। কাতারের শাসক পরিবারের সঙ্গে ডেলসির ব্যক্তিগত সখ্যতা আলোচনার পথ প্রশস্ত করে। উল্লেখ্য, কাতার সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের একটি বিমান উপহার দিয়ে নিজেদের প্রভাবের জানান দিয়েছিল। এই সৌহার্দ্যকে কাজে লাগিয়েই ডেলসি রদ্রিগেজ নিজের ক্ষমতা পাকাপোক্ত করার ছক আঁকেন।

চলতি জানুয়ারিতে যখন মার্কিন হেলিকপ্টার কারাকাসে অভিযান চালায়, তখন ডেলসি রদ্রিগেজকে কোথাও দেখা যায়নি। গুজব রটেছিল তিনি মস্কো পালিয়েছেন, তবে পরে জানা যায় তিনি ভেনেজুয়েলার পর্যটন দ্বীপ মার্গারিটায় অবস্থান করছিলেন। অভিযানের পর ট্রাম্প নিজেও ডেলসির সমর্থনের বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে নিশ্চিত করেছেন।

বর্তমানে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও, নিজের নেতার সঙ্গে এই ‘বিশ্বাসঘাতকতা’ বিশ্ব রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ