spot_img

শাহরুখকে ‘আঙ্কেল’ সম্বোধন করার পেছনের সত্যতা জানালেন তুর্কি তারকা

অবশ্যই পরুন

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও চর্চা। তবে এবার খবরের কেন্দ্রে ভারতের নন, বরং তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্ডে এরচেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়, হান্ডে নাকি শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন। বিষয়টি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ঘটনার সূত্রপাত রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এ। অনুষ্ঠানে শাহরুখ খান মঞ্চে পুরস্কার উপস্থাপন করার সময় দর্শক সারিতে বসে থাকা হান্ডে এরচেলকে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, আর অনেকেই একে ‘ফ্যান মোমেন্ট’ বলে ব্যাখ্যা করেন।

এরপরই অনলাইনে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যা হান্ডে এরচেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বলে দাবি করা হয়। সেখানে লেখা ছিল, ‘এই আঙ্কেল কে? আমি শুধু আমার বন্ধু আমিনা খলিলকে ভিডিও করছিলাম। আমি তার ফ্যান নই। দয়া করে ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন।’

এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। তবে বিষয়টি বেশি দূর গড়ানোর আগেই মুখ খুললেন হান্ডে এরচেল নিজেই। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া। সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় বক্তব্যে তিনি লেখেন, “দিস ইস ফেক”। অর্থাৎ, শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলা বা এমন কোনো মন্তব্য করার দাবি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তিনি বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন তার আসন্ন সিনেমা ‘কিং’-এর জন্য, যা চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা। সব মিলিয়ে, ভাইরাল গুঞ্জনের অবসান ঘটিয়ে পরিষ্কার বার্তা দিলেন হান্ডে এরচেল শাহরুখ খানকে নিয়ে ছড়ানো এই দাবি ভিত্তিহীন ও ভুয়া।

সূত্র: বলিউড হাঙ্গামা

সর্বশেষ সংবাদ

আগামী সপ্তাহে খুলে দেয়া হবে রাফাহ সীমান্ত

ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল গাজার একমাত্র বাইরের দুনিয়ার সঙ্গে সংযোগ—রাফাহ সীমান্ত ক্রসিং। অবশেষে সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ