ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল গাজার একমাত্র বাইরের দুনিয়ার সঙ্গে সংযোগ—রাফাহ সীমান্ত ক্রসিং। অবশেষে সেই ক্রসিং পুনরায় চালুর ঘোষণা এলো। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে এ ঘোষণা দেন গাজা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাট নেতা আলি শাথ।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই মিশর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিং দুই দিকেই খুলে দেওয়া হবে। তার ভাষায়, রাফাহ শুধু একটি সীমান্ত নয়—গাজার মানুষের জন্য এটি নতুন সম্ভাবনার প্রতীক।
আলি শাথ আরও বলেন, রাফাহ খুলে দেওয়া মানে গাজাবাসীর জন্য নতুন এক সম্ভাবনা। তবে এ ঘোষণার পরও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। ২০২৪ সাল থেকে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের হাতে।
ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার আওতায় গত বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও, মানবিক সহায়তা প্রবেশ এবং গুরুতর অসুস্থ রোগীদের গাজা ছাড়ার সুযোগ দিতে ক্রসিং পুনরায় চালু করতে গড়িমসি করে আসছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে গাজার অর্ধেকের বেশি এলাকা এখনো ইসরায়েলের দখলে রয়েছে, যার মধ্যে রাফাহ সীমান্তবর্তী এলাকাও অন্তর্ভুক্ত।

