spot_img

রাজশাহীর দ্বিতীয় নাকি চট্টগ্রামের প্রথম

অবশ্যই পরুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর ফাইনাল আজ (শুক্রবার)। প্লে–অফের কঠিন পথ পেরিয়ে শিরোপার মঞ্চে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। ফাইনালের আগে দুই দলের পারফরম্যান্সে চোখ রাখলে পরিসংখ্যানের পাতায় এগিয়ে রাজশাহী, তবে বোলিং শক্তিতে চট্টগ্রামও কম পিছিয়ে নয়।

রাজশাহী ওয়ারিয়র্স: পরিসংখ্যানে এগিয়ে

শুরু থেকেই ফেবারিট হিসেবে বিবেচিত রাজশাহী ওয়ারিয়র্স লিগ পর্ব শেষ করেছে ৯ জয় ও ৩ হারে। দলীয় গড় রান ১৪৭—যা এবারের আসরে সেরা দলগুলোর একটি। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ৩৪৪ রান করে দলের ভরসা। তানজিদ হাসান তামিমের সংগ্রহ ২৪৪ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভূমিকা রেখেছেন।

বোলিংয়ে রিপন মন্ডল পেয়েছেন ১৭ উইকেট। বিনুরা ফার্নান্দো আছেন দুর্দান্ত ছন্দে। বিদেশি শক্তিতে উইলিয়ামসন, নিশাম ও ওয়াসিমদের উপস্থিতি রাজশাহীর বাড়তি সুবিধা।

চট্টগ্রাম রয়্যালস: বোলিংয়ে ভয়ংকর

নাটকীয় সূচনার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৭ জয় ও ৫ হারের রেকর্ড নিয়ে তারা ফাইনালে উঠেছে প্রথম কোয়ালিফায়ার জিতে। ব্যাটিংয়ে মোহাম্মদ নাঈম শেখ সর্বোচ্চ ২৬৩ রান করেছেন।

তবে চট্টগ্রামের আসল শক্তি বোলিং বিভাগে। শরিফুল ইসলাম এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে সবার ওপরে। শেখ মেহেদীর শিকার ১৫ উইকেট। রান হজমের দিক থেকেও রাজশাহীর চেয়ে ভালো অবস্থানে রয়্যালসরা।

পরিসংখ্যানের চিত্র

দলীয় গড় রান: রাজশাহী ১৪৭, চট্টগ্রাম ১৪০

দলীয় সর্বোচ্চ ইনিংস: চট্টগ্রাম ১৯৮, রাজশাহী ১৯২

সর্বোচ্চ উইকেটশিকারি: শরিফুল ইসলাম (চট্টগ্রাম)

কাগজে–কলমে ব্যাটিং গভীরতা ও ধারাবাহিকতায় এগিয়ে রাজশাহী ওয়ারিয়র্স। তবে শক্তিশালী বোলিং আক্রমণ ও আত্মবিশ্বাসে টইটুম্বু চট্টগ্রাম রয়্যালস। ফাইনালের মঞ্চে শেষ পর্যন্ত জয় পাবে পরিসংখ্যান, নাকি স্নায়ুর লড়াই—সেটাই এখন দেখার অপেক্ষা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে তিনি কথা বলেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ