spot_img

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

অবশ্যই পরুন

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে এখনও অনড় বাংলাদেশ। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে আইসিসি, এমন আশা করছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে এই ইস্যুতে বৈঠক হয়, এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বৈঠকের পরই ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে ওঠে এসেছে, ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, তা নিশ্চিত; অর্থাৎ এ নিয়ে আগেই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছিল তার পরিবর্তন আসছে না।

জানা গেছে, ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকার কেন রাজি নয় এবং সেখানে খেলতে গেলে কী ধরনের ঝুঁকিতে পড়তে পারে, এ নিয়ে বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়।

যদিও আলোচনার বিষয়ে মুখ খুলেননি আসিফ নজরুল। কেবল তিনি বলেছেন, তাদেরকে আমরা যা বুঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।

আর ক্রিকেটাররা কী বলেছে তা নিয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বৈঠকের পর আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ভারত অলিম্পিক, কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়। সেখানে এমন একটা ক্রিকেট লাভিং দেশ যদি বিশ্বকাপ না খেলে, সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা।

এদিকে, গতকাল আইসিসি এই ইস্যুতে তাদের বোর্ড সভায় ভোটাভুটি শেষে জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যেতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। যা শেষ হতে চলেছে।

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির সঙ্গে মিটিংয়ে কিছু শকিং বিষয় ঘটে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে জয়ী করলে গাইবান্ধায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায় একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ