spot_img

মুসা ও ঈসা (আ.)-এর সন্তান সম্পর্কে যা জানা যায়

অবশ্যই পরুন

মুসা (আ.) ইবরাহিম (আ.)-এর ৮ম অধঃস্তন পুরুষ। মুসা (আ.)-এর পিতার নাম ছিল ‘ইমরান’ ও মাতার নাম ছিল ‘ইউহানিব’। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে।

মারিয়াম (আ.)-এর পিতার নামও ছিল ‘ইমরান’। যিনি ছিলেন ঈসা (আ.)-এর নানা। মুসা ও ঈসা উভয় নবীই ছিলেন বনু ইসরাঈল বংশীয় এবং উভয়ে বনু ইসরাঈলের প্রতি প্রেরিত হয়েছিলেন।

মুসা (আ.)-এর জন্ম হয় মিসরে এবং লালিত-পালিত হন মিসর সম্রাট ফেরাউনের ঘরে। তাঁর সহোদর ভাই হারুন (আ.) ছিলেন তাঁর চেয়ে তিন বছরের বড় এবং তিনি মুসা (আ.)-এর তিন বছর আগেই মৃত্যুবরণ করেন। উভয়ের মৃত্যু হয় মিসর ও শাম-এর মধ্যবর্তী ‘তিহ’ প্রান্তরে বনু ইসরাঈলের ৪০ বছর আটক থাকাকালীন সময়ে।

আদম, ইয়াহইয়া ও ঈসা (আ.) ছাড়া প্রায় সব নবীই ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। মুসা (আ.)ও বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্বান মত পোষণ করেছেন। মুসা (আ.)-এর কবর হয় বায়তুল মুক্বাদ্দাসের উপকণ্ঠে।

মুসা (আ.)-এর সন্তান ছিল কিনা!সে বিষয়ে ধর্মীয় সূত্রগুলোতে সুনির্দিষ্ট তথ্য খুব কম। তবে বাইবেলের বর্ণনা অনুযায়ী, মাদিয়ানের যাজক জিথ্রোর [শোয়াইব (আ.)] কন্যা সাফুরাকে বিয়ের পর তাঁর গের্শোম (জারশুম) ও ইলিজের (আলইয়াজের) নামে দুই পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যদিও কোরআনে তাদের সন্তানদের কথা সরাসরি উল্লেখ নেই, কেবল তাঁর ভাই হারুন (আ.) ও বোন মরিয়ম (আ.)-এর কথা বলা হয়েছে।

ঈসা (আ.)-এর পরিচয়
ঈসা (আ.) ছিলেন বনু ইসরাঈল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তাঁরপর থেকে শেষনবী মুহাম্মাদ (সা.)-এর আবির্ভাব পর্যন্ত আর কোন নবী আগমন করেননি। সব নবী ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তবে ঈসা (আ.) সম্ভবত তার কিছু আগেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন। বিভিন্ন বর্ণিত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেওয়ার সময় তাঁর বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌঢ় বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহিদের দাওয়াত দিবেন।

অনুসন্ধান করার পর আমরা ঈসা (আ.)-এর সন্তান বিষয়ে কোনো তথ্য পাইনি, কিংবা এমন কিছু যা প্রমাণ করে যে তিনি আদৌ বিবাহ করেছিলেন। যদিও তিনি বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছেছিলেন—কারণ বহু আলেমের মতে তাঁকে ৩৩ বছর বয়সে আকাশে তুলে নেওয়া হয়েছি। তবু তাঁর বিবাহের বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে টানা তুষারপাত ও বৃষ্টি, নিহত অন্তত ৬১

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ