spot_img

‘দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’

অবশ্যই পরুন

বাংলাদেশের একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও বেসরকারি খাত-চালিত অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এমন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, অসহায়দের সুরক্ষা দেবে, মেধার যথাযথ মূল্যায়ন করবে এবং রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে সততা ফিরিয়ে আনবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে জামায়াতে ইসলামী একটি আত্মবিশ্বাসী বাংলাদেশ গড়ে তুলতে চায়। ন্যায়বিচার, সমান সুযোগ এবং অংশীদারিত্বমূলক সমৃদ্ধির ভিত্তিতে দেশকে একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে নেওয়াই দলের লক্ষ্য।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এ ক্ষেত্রে নৈতিকতা, দক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতিনির্ধারণ করতে হবে।

বক্তব্যে তিনি দেশের সার্বিক উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর নেতৃত্ব থাকলে বাংলাদেশ একটি ন্যায়সংগত ও সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামোর দিকে অগ্রসর হতে পারবে।

সর্বশেষ সংবাদ

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ