spot_img

নোবেল পুরস্কার না দেয়ায়, আমি কেবল শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে পাঠানো চিঠিতে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবিও পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি আর কেবল শান্তির দিকেই মনোযোগ দেবেন না।

চিঠিতে ট্রাম্প লেখেন, “৮টির বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেয়ায়, আমি আর কেবল শান্তির কথাই ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। যদিও শান্তি সবসময়ই কেন্দ্রে থাকবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও যথাযথ, তা নিয়েও ভাবতে পারি।

তিনি গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এবং যুক্তরাষ্ট্র ছাড়া দ্বীপটি রাশিয়া বা চীনের থেকে রক্ষা করা সম্ভব নয় বলে দাবি করেছেন। নরওয়ের প্রধানমন্ত্রী চিঠি পাওয়ার পর স্পষ্ট করেছেন, নরওয়ের অবস্থান অপরিবর্তিত এবং নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি তারা নিয়ন্ত্রণ করে না; এটি স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটির হাতে।

ট্রাম্প পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রিনল্যান্ড নিয়ে একই বক্তব্য পুনরায় প্রকাশ করেছেন এবং আর্কটিক অঞ্চলে নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য তা জরুরি উল্লেখ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ