spot_img

২০০৮ এর মতো কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

২০০৮ এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা এবার সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের নামে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, বিলবোর্ডে আমাদের ছবি থাকায় শোকজ দিয়েছে। আমরা সেই বিলবোর্ড গণভোটের প্রচারণার অংশ হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে আমাদের ছবি আছে বলে শোকজ দিয়েছে। এ দিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা ছেয়ে গেছে। সে ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি নির্বাচন কমিশনকে।

এছাড়া দেশব্যাপী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করছে বিএনপি বলে অভিযোগ তুলেন এনসিপির এই আহ্বায়ক।

সর্বশেষ সংবাদ

বুধবার থেকে শাবান মাস গণনা শুরু, জানা গেল শবে বরাতের তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ