spot_img

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সময়সীমা নিয়ে যা বলছে বিসিবি

অবশ্যই পরুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এখনো মেনে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়েছে—এমন তথ্য অস্বীকার করেছে বিসিবি।

রোববার (১৮ জানুয়ারি) বিসিবির সঙ্গে আইসিসির একটি প্রতিনিধি দল বৈঠক করে। ওই বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, আগামী ২১ জানুয়ারির মধ্যে আইসিসি বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

তবে এই সময়সীমার কথা এবার অস্বীকার করেছে বিসিবি। সোমবার (১৯ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এ দাবি নাকচ করে দেন।

আমজাদ হোসেন বলেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় আসেন এবং আমাদের ক্রিকেট দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমরা যে ভেন্যুতে খেলতে পারছি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিকল্প ভেন্যুর জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছি। প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, এই বিষয়গুলো আইসিসিকে অবহিত করা হবে এবং পরে সিদ্ধান্ত জানানো হবে।’

আইসিসি কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কবে সিদ্ধান্ত জানানো হবে বা নির্দিষ্ট কোনো তারিখ কিছু্ই আমাদের জানানো হয়নি। শুধু বলা হয়েছে, পরবর্তী বৈঠকের তারিখ আমাদের জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

সর্বশেষ সংবাদ

বুধবার থেকে শাবান মাস গণনা শুরু, জানা গেল শবে বরাতের তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ