ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। মুম্বাই হোক বা কলকাতা রাস্তায় গাড়ি আটকে হেনস্তার শিকার হওয়ার ঘটনা বারবারই শোনা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো টেলিভিশন অভিনেত্রী অহনা দত্তের নাম। কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় মাঝরাস্তায় এক মদ্যপ গাড়িচালকের হাতে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন তিনি ও তার স্বামী দীপঙ্কর রায়।
ঘটনার সময় শুটিং শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন অহনা। গাড়ি চালাচ্ছিলেন তার স্বামী। অভিনেত্রীর দাবি, একটি ইউ-টার্নের কারণে তাদের গাড়ি রাস্তার এক পাশে থামানো ছিল। ঠিক সেই সময় সামনের একটি গাড়ি হঠাৎ সজোরে পেছনের দিকে এসে ধাক্কা মারে। বারবার হর্ন দিয়ে সতর্ক করার চেষ্টা করা হলেও অভিযুক্ত চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি।
দুর্ঘটনার পর পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। অহনার অভিযোগ, ওই চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিজের দোষ স্বীকার করার বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মাত্র এক মাস আগে কেনা তার নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে।
এই ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অহনা। তার ভাষ্য, বিপদের সময় কেউ সাহায্যে এগিয়ে আসেনি; বরং কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযুক্ত চালকের পক্ষ নিয়ে তাকে ও তার স্বামীকে হেনস্তা করেন। অহনার আশঙ্কা, তিনি সেখানে উপস্থিত না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলাও হতে পারত।
যদিও দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, স্বস্তির বিষয় হলো অহনা দত্ত ও দীপঙ্কর রায় দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে প্রকাশ্য রাস্তায় একজন অভিনেত্রীকে এভাবে হেনস্তার শিকার হতে হওয়ায় আবারও শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহতা নিয়ে বড় প্রশ্ন উঠে এসেছে।
সূত্র: জি নিউজ

