চট্টগ্রামের বিপক্ষে ৪২ রানের জয় দিয়ে আসর শেষ করলো বিপিএলে আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ক্যাপিটালস। ঢাকার দেয়া ১৭১ রানের টার্গেটে মাত্র ১২৮ রানে গুঁড়িয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু ঢাকার। দলীয় ২৫ রানে উসমান খান ফিরলেও ৯০ রানের জুটি গড়েন সাইফ হাসান ও জোবাইদ আকবারি। জুটি ভাঙে জোবাইদ ২৯ রান করে ফিরলে। রানের খাতা খোলার আগেই ফেরেন শামীম পাটোয়ারি। আর দলীয় সর্বোচ্চ ৭৩ রান করে আউট হয়েছেন সাইফ হাসান। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭০ রানে থামে ঢাকার ইনিংস।
চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম নেন ২৫ রানে ৩টি উইকেট। শরিফুল ইসলাম ও আমের জামালের শিকার দুটি উইকেট।
জবাবে প্রথম বলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ নাঈম, মাহমুদুল জয় ও হাসান নওয়াজরা। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন পেসার আমের জামাল। ৪৮ রানে ৫ উইকেট হারানো চট্টগ্রামের ইনিংস থামে ১২৮ রানে।
ঢাকার পক্ষে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাসকিন ২৮ রান দিয়ে শিকার করেন ৩টি।

