spot_img

চীনে এনভিডিয়ার এআই চিপ ‘এইচ-২০০’ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

অবশেষে টেক জায়ান্ট এনভিডিয়ার চিপ চীনে রফতানির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ডিপার্টমেন্ট অব কমার্স জানিয়েছে, এই চিপগুলো চীনে পাঠানো যাবে যদি মার্কিন বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকে। তবে, চীনা গ্রাহকদের অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা দেখাতে হবে এবং মিলিটারি কাজে ব্যবহার করা যাবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত এনভিডিয়ার ‘এইচ-২০০’ প্রসেসর চীনে রফতানির বিষয়ে সিদ্ধান্ত দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করবে।

‘এইচ-২০০’ প্রসেসর এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ। বিশ্বজুড়ে এই চিপটির চাহিদা রয়েছে। চীনে এ চিপ রফতানি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রশ্ন ছিল—চীনে বিক্রি অব্যাহত রাখলে মার্কিন কোম্পানিগুলো কি প্রযুক্তি–প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, নাকি রফতানিতে বাধা দিলে নিজেদের নিরাপত্তা আরও সুরক্ষিত থাকবে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষণা অবশ্যই ইতিবাচক। যুক্তরাষ্ট্রের জন্য এআই চিপ রফতানি বেশ লাভজনক। তবে, জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়েও ট্রাম্প প্রশাসনকে ভাবতে হবে। বিশেষকরে, চীন এআই প্রযুক্তিতে গত কয়েক বছরে বেশ এগিয়ে গিয়েছে। এমন বাস্তবতায়, অ্যাডভান্স টেকনোলজির এসব এআই চিপ চিনের হাতে গেলে, যুক্তরাষ্ট্রের জন্য ফলাফল সুখকর নাও হতে পারে।

তবে, এর আগেই, বেইজিং নিজ দেশের প্রতিষ্ঠানগুলোকে মার্কিন প্রযুক্তি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তে নতুন করে চিপ বিক্রি বাড়বে কি না; তা এখনো অনিশ্চিত।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ