spot_img

শাহরুখ খানের দরবারে কাজ খুঁজছেন হলিউডের উইল স্মিথ!

অবশ্যই পরুন

সময়টা ভালো যাচ্ছে না হলিউড অভিনেতা উইলি স্মিথের। বছরের শুরুতেই পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে নাম জড়িয়েছে তার। যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে মামলা—সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী অভিনেতা-র‍্যাপারের।

এই পরিস্থিতিতেই নতুন খবর, বলিউডে কাজ খুঁজছেন উইল স্মিথ! আর সেই লক্ষ্যেই নাকি ইতিমধ্যেই যোগাযোগ সেরে ফেলেছেন শাহরুখ খান, সালমান খানদের সঙ্গে। শুধু গুঞ্জন নয়, দুবাইয়ের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজেই এই বোমাটা ফাটিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের শো ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’–এর দুবাই প্রিমিয়ারে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়েছিলেন স্মিথ। সেখানেই বলিউডে কাজ করার ইচ্ছের কথা প্রকাশ্যে জানান তিনি। তবে সাধারণ কোনও ডেবিউ নয়, সহশিল্পীর তালিকায় তিনি এগিয়ে রেখেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানকে।

স্মিথের পর্যবেক্ষণ, হিন্দি সিনেমার বহু তারকা এখন নিয়মিত হলিউডে কাজ করলেও, উল্টো পথে যাত্রাটা ততটা সহজ হয়নি। সেই প্রসঙ্গ টেনেই অস্কারজয়ী তারকার মন্তব্য, ‘‘আমি সালমানের সঙ্গে কথা বলেছিলাম। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছিল। এরপর বিগ বি-র সাথে কিছু একটা প্রজেক্ট করার চেষ্টা করছিলাম, জানেন তো! অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। সেই আলোচনার পর আমরা ঠিক করলাম—এই উপাধিটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলেও কোনোটাই সফল হয়নি।’’

এখানেই শেষ নয়। শাহরুখ খানের প্রসঙ্গ টেনে উইল স্মিথ আরও বলেন, ‘আমি চাই, এবার শাহরুখ আমাকে কোনও একটা প্রজেক্টে সুযোগ দিক।’

উল্লেখ্য, গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর–সহ একাধিক বলিউড তারকা সফলভাবে হলিউডে পা রেখেছেন। সেই তালিকায় অমলিন হয়ে আছে প্রয়াত ইরফান খানের নামও। এবার কি উল্টো পথে হাঁটতে চলেছেন উইল স্মিথ?

উত্তর দেবে সময়। তবে আপাতত বলিউডে কাজের ইচ্ছেপ্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছেন অস্কারজয়ী উইল স্মিথ।

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ