এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সটার সিটির বিপক্ষে ১০-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৭ সালের পর এটাই সিটিজেনদের সবচেয়ে বড় জয়।
ম্যাচের ১২তম মিনিটে ম্যাক্স অ্যালেন প্রথম গোল করে সিটির গোলের খাতা খোলেন। ২৪ মিনিটে এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।বিরতির আগে জ্যাক ডয়েল হেইস এবং জ্যাক ফিটজ ওয়াটার দুটি আত্মঘাতী গোল করে বসলে স্কোরলাইন ৪-০ হয়ে যায়। বড় লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রিকো লুইস আর নবম মিনিটে অ্যান্টোনি সেমেনিয়োর গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ৭১ মিনিটে টিজানি রেইন্ডার্স এবং ৭৯ মিনিটে নিকো ও’রেইলি গোল উৎসব চালিয়ে যান।
সিটিজেনদের হয়ে বাকি দুটি গোল করেন রায়ান ম্যাকাডু ও রিকো লুইস। ম্যাচের ৯০ মিনিটে জর্জ বার্চ একটি চমৎকার গোল করে এক্সটার সিটির হয়ে ব্যবধান কমান।
এই জয়ের ফলে টানা ১৫তম মৌসুমের মতো এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার সিটি। চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। পরবর্তী ম্যাচে কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

