spot_img

ইরানে ‘রেড অ্যালার্ট’ জারি!

অবশ্যই পরুন

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনী। শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা একটি ‘লাল রেখা’—এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সামরিক বাহিনী জনসম্পত্তি সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।

সাম্প্রতিককালে ব্যাপক বিক্ষোভ দমনে তেহরান সরকার যখন কঠোর হচ্ছে তখনই এ বক্তব্য এসেছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে নতুন করে সতর্কবার্তা দেন। আর শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সাহসী’ জনগণের পাশে রয়েছে।

রাতভর অস্থিরতা অব্যাহত ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে, যার জন্য তারা ‘দাঙ্গাকারীদের’ দায়ী করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে শিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভে নিহত বলে দাবি করা নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য সম্প্রচার করা হয়।

গত দু’সপ্তাহে ইরানের বড় অংশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুরুতে লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে এই আন্দোলন শুরু হলেও দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয়। কর্তৃপক্ষ এসব ‘দাঙ্গা’ উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক ডজন প্রতিবাদকারী নিহত হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

সর্বশেষ সংবাদ

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ