পর্যটক ও প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এলো মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’। তারা ৩৯৯ ডলারে রিটার্ন টিকিট ও ৩০ কেজি ব্যাগেজ সুবিধার ঘোষণা করেছে বাংলাদেশিদের জন্য।
আগামী ১২ মার্চ ২০২৬ থেকে ঢাকা ও মালের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে এয়ারলাইনন্সটি। শুরুতে সপ্তাহে দু’দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের জন্য আকর্ষণীয় অফার হিসেবে ৩৯৯ ডলারে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যার সাথে থাকছে ৩০ কেজি ব্যাগেজ সুবিধা।
পুনরায় ফ্লাইট চালু হওয়া উপলক্ষে মালদিভিয়ান (Maldivian) এয়ারলাইন্স ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ‘ঢাকা, উই হার্ড ইউ’ শীর্ষক একটি সঙ্গীত উৎসবের আয়োজন করবে। এটি প্রবাসী কমিউনিটিকে কেন্দ্র করে আয়োজিত একটি কমিউনিটি ইভেন্ট, যেখানে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা হবে।
২০২৪ সালের শেষের দিকে সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটটি পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পর্যটন খাতে নতুন গতি সঞ্চার হবে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, ব্যবসা ও স্বল্পমেয়াদি সফরের জন্য ঢাকা এখনো মালদ্বীপের নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। বর্তমানে এই রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করলেও মালদিভিয়ান যুক্ত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ তৈরি হলো।
সূত্র: কর্পোরেট মালদিভস

