spot_img

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় মামলা

অবশ্যই পরুন

রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়েছে। এ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে, নিহত মুছাব্বীরের মরদেহ ময়নাতদন্ত শেষে রাজধানীর নয়াপল্টনে। এরপর বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রাত সাড়ে ৮টায় গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন মুসাব্বির। সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। গুরুতর আহত আরেকজন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে।

সর্বশেষ সংবাদ

মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেইকে থামাবে কে? একের পর এক ট্রফি জিতেই চলছে ফরাসি ক্লাবটি। গড়ছে রেকর্ডের পর রেকর্ড। ফ্রেঞ্চ সুপার...

এই বিভাগের অন্যান্য সংবাদ