spot_img

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল বিজয়ের শেষ ছবির মুক্তি

অবশ্যই পরুন

অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিল সুপারস্টার থালাপথি বিজয়। ভক্তদের জন্য তার শেষ উপহার হওয়ার কথা ছিল ‘জন নয়াগন’ কিন্তু মুক্তির ঠিক আগমুহূর্তে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে গেল বিগ বাজেটের এই সিনেমাটি। আগামী ৯ জানুয়ারি পর্দা কাঁপানোর কথা থাকলেও সেন্সর বোর্ড সংক্রান্ত জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তি। হতাশ ভক্তরা।

ছবি নিয়ে গত কয়েক মাস ধরেই জটিলতা তুঙ্গে উঠেছিল। প্রথমেই আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। প্রযোজকদের অভিযোগ, এক মাস আগে সেন্সর বোর্ডের কাছে ছবি জমা দিলেও সার্টিফিকেট মেলেনি। শেষে ১৯ ডিসেম্বর বেশ কিছু দৃশ্য কাটছাঁট এবং সংলাপ মিউট করার পরামর্শ দেয় বোর্ড। কিন্তু সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রযোজক সংস্থার। তাঁরা মামলা করেন মাদ্রাজ হাইকোর্টে।

এ দিন ছবি খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করার নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা। তবে এখনও রায় দেননি। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ছবি মুক্তির দিনক্ষণ। ইতিমধ্যেই কর্নাটক-সহ একাধিক রাজ্যের সিনেমা হলে শুক্রবারের নির্ধারিত শো বাতিল করে দেওয়া হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইনে যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আর যাঁরা কাউন্টারে এসে টিকিট কেটেছিলেন, তাঁরা ৮ জানুয়ারি হলে এসে টাকা ফেরত নিতে পারবেন।

এইচ বিনোদ পরিচালিত ‘জন নয়াগন’-এ বিজয়ের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি, নারাইন প্রমুখ। মূল তামিল ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় হিন্দি, তেলেগু, মালয়লাম, কন্নড় ভাষায় ছবির মুক্তিও স্বাভাবিক ভাবেই থমকে গিয়েছে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বড় কোনো দ্বিপক্ষীয় বিরোধ নেই

সীমান্তে উত্তেজনার পরও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি। বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ