বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৬তম ম্যাচে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান করে চট্টগ্রাম। জবাবে ২ বল আগেই ১৮৪ রানে অলআউট হয় সিলেট।
বুধবার (৭ জানুয়ারি) নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
ব্যাট করতে নেমে চট্টগ্রামের ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে নাইম শেখ ১৮ রানে আউট হলে। মাহমুদুল হাসান জয়কে নিয়ে অ্যাডাম রজিংটন গড়েন ৬০ রানের জুটি। টানা চতুর্থ হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অবশ্য আউট হয়ে যান রজিংটন। অর্ধশত পূরণ করতে পারেননি জয়ও। সাজঘরে ফেরার আগে খেলেন ২১ বলে ৪৪ রানের ঝড়ো এক ইনিংস।
শেষ দিকে মেহেদী হাসানের ১৩ বলে ৩৩ রানের ক্যামিওতে ১৯৮ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম। স্বাগতিকদের পক্ষে ৩টি উইকেট তুলে নেন রুয়েল মিয়া।
জবাবে শুরুতে ইমনকে হারিয়ে ধাক্কা খায় সিলেট। ইনিংস লম্বা হয়নি আরেক ওপেনার তৌফিকেরও। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন আফিফ। এক সময় ৪৬ রান করা এই ব্যাটার ফেরেন তানভিরের শিকার হয়ে।
শেষ দিকে আজমতউল্লাহ, ব্রুকস, মিরাজ-খালেদরা শুধু ব্যবধান কমালেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি সিলেট। চট্টগ্রামের পক্ষে ৩৪ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আমির জামাল। ২টি করে উইকেট পান তানভীর ও শরিফুল।
উল্লেখ্য, চলতি আসরে এটি চট্টগ্রামের চতুর্থ জয়। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে শেখ মেহেদি হাসানের দল। পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে রংপুর রাইডার্স। দুইয়ে অবস্থান করছে নুরুল হাসান সোহানের দল। ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে সিলেট।

