spot_img

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে কর্মকর্তার গুলিতে নারী নিহত

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের পাশের একটি আবাসিক এলাকায় ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বিভাগের (আইসিই) কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছেন। ৩৭ বছর বয়সী নিহত নারীর নাম রেনি নিকোল গুড। তিনি মার্কিন নাগরিক ছিলেন। খবর বিবিসির।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, ওই নারী একজন ‘হিংস্র দাঙ্গাকারী’ ছিলেন। তিনি আইসিই এজেন্টদের গাড়ি চাপার চেষ্টা করেছিলেন, তখন এক এজেন্ট আত্মরক্ষার্থে গুলি ছুঁড়েছেন তার গাড়িতে।

তবে শহর ও অঙ্গরাজ্যের নেতৃত্বসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটরা ঘটনার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করছেন।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, এটি ছিল একজন এজেন্টের বেপরোয়া ক্ষমতার ব্যবহার, যার ফলে একজন মানুষের মৃত্যু হয়েছে। তিনি আইসিই এজেন্টদের উদ্দেশে বলেন, আমাদের শহর ছেড়ে চলে যাও।

এই ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং মিনিয়াপোলিসের বাইরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে শহর থেকে আইসিই এজেন্টদের চলে যাওয়ার দাবি তুলেছেন।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ