চলতি বিপিএল থেকে ‘বাদ দেওয়া হয়নি’ এবং দেশের কথা ভেবে নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। ভারতীয় এই উপস্থাপকের মতে, আসল ঘটনা সবার জানা উচিত।
বিপিএল থেকে রিধিমার বাদ পড়ার খবর চাউর হওয়ার পর আজ বুধবার (০৭ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে সবকিছু স্পষ্ট করেছেন।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতীয় এই উপস্থাপক লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় খবর বেরিয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এটা সত্যি নয়। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। যারা আমার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। ক্রিকেটের জন্য সত্যটা জানা উচিত। বাড়তি কোনো মন্তব্য করতে চাই না।’
রিধিমাকে বাদ দেওয়ার খবর যখন প্রকাশ হয়েছে, সেই মুহূর্তে বিসিবির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘যুদ্ধ’ চলছে। মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে কথাবার্তা চলছে।
রিধিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্টের চেয়েও ক্রিকেটকে সবার ওপরে রাখি। সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে বছরের পর বছর ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এটা কখনোই বদলাবে না। আমি ক্রিকেটের স্বার্থে এভাবেই এগিয়ে যেতে চাই।’

