spot_img

ডিসি-এসপির তালিকা ইসিকে দেয়নি জামায়াত: ডা. তাহের

অবশ্যই পরুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো ডিসি-এসপির তালিকা নির্বাচন কমিশনকে (ইসি) দেয়নি জামায়াত। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠক নয়, শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির এ কথা জানান।

তিনি বলেন, প্রশাসনে দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। তাই তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছে। আমরা এসব ডিসি-এসপিদের বদলির ব্যাপারে বলেছি। কোনো তালিকা দেইনি।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক বিষয়ে আব্দুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচনে বিদেশিদের সংশ্লিষ্টতার চেষ্টা তো থাকেই। ভারতের সাথে জামায়াতের আমিরের বৈঠক হয়নি। তিনি অসুস্থ থাকার সময় ভারতীয় দূতাবাস দেখা করতে আসতে চেয়েছিল। তারা বিষয়টি গোপন রাখতে বলেছিল।

নায়েবে আমির বলেন, আচরণবিধির ব্যাপারে ইসির কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। একটি দল বলছে, ক্ষমতায় গেলে বিভিন্ন কার্ড দেবে। এটি আচরণবিধির লঙ্ঘন। ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইসি। আমরা অপেক্ষায় আছি।

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দশটি আসনে ছাড় দিতে রাজি হয়েছে জামায়াত, এটা ভুল তথ্য। আসনের ব্যাপারে পরে জানিয়ে দেয়া হবে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বড় কোনো দ্বিপক্ষীয় বিরোধ নেই

সীমান্তে উত্তেজনার পরও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি। বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ