spot_img

বছরের শুরুতেই ইসরায়েলে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব

অবশ্যই পরুন

ইসরায়েলে আবারও দেখা দিয়েছে হাইলি প্যাথোজেনিক ‘এইচ-৫-এন-১’ বার্ড ফ্লু। দেশটির উত্তরাঞ্চলের একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে শতাধিক হাঁস মারা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ (ডাব্লিউওএইচ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রায় ২ হাজার হাঁসের মধ্যে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

প্রাথমিকভাবে ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। বাকি হাঁসগুলোকে খামার থেকে আলাদা রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হঠাৎ করে এই ধরনের প্রাদুর্ভাব মানব স্বাস্থ্য ঝুঁকিও বাড়াতে পারে। তাই যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ