spot_img

সেন্টমার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার: সৈয়দা রিজওয়ানা

অবশ্যই পরুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার। এই দ্বীপের পরিবেশ রক্ষা করে আগের অবস্থায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য, যা নিশ্চিতে দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়েজিত সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যানের ওপর কর্মশালায় এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা জানান, সেন্টমার্টিন দ্বীপের ইকোলজিক্যাল পরিবেশ সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভেবেই সেন্টমার্টিন দ্বীপ মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার।

উপদেষ্টা আরও জানান, বহিরাগতদের হাতে সেন্টমার্টিনের ট‍্যুরিজমের দায়িত্ব দেয়া যাবে না। দ্বীপ রক্ষায় রাজনৈতিক অঙ্গিকার লাগবে ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত লাগবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।

সর্বশেষ সংবাদ

রাজশাহীকে শেষ বলে হারাল চট্টগ্রাম

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়ায় ফল...

এই বিভাগের অন্যান্য সংবাদ